নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়। মঙ্গলবার (১১ মে) দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানায় পুলিশ। এর আগে সোমবার (১০ মে) রাত ১১টার দিকে তাদের উদ্ধার ও আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার নয়াপাড়া জালিয়াঘাটার মোঃ রফিকের স্ত্রী রশিদা বেগম (৩৫) ও একই এলাকার মোঃ মুসার স্ত্রী রাজিয়া (২০)
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১০ জন রোহিঙ্গা নারী, ৫ জন রোহিঙ্গা পুরুষ ও ৩ জন শিশুকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর জালিয়া ঘাটার পলাতক আসামি রফিকুল এর বসত বাড়ি হতে উদ্ধার করেছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Discussion about this post