শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি –
অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের ভারে রাঙামাটিতে আবারো বেইলি ব্রিজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়ার সিনেমাপাড়া এলাকায় এই দুর্ঘটনায় রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ অনির্দিষ্ট্যকালের জন্য বন্ধ রয়েছে।
দুর্ঘটনায় অতিরিক্ত পাথরবোঝাই ১০ চাকার ট্রাক ছড়ায় পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা না ঘটলেও একজন আহত হয়েছে বলে জানাগেছে। ট্রাকটি পাথর বোঝাই করে চট্টগ্রাম থেকে রাঙামাটি হয়ে বান্দরবান যাচ্ছিলো বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, চন্দ্রঘোনা থেকে পাথর বোঝাই করে আসা সিনেমাপাড়াস্থ বেইলী ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়। এসময় গুরুতর আহত ড্রাইভারকে স্থানীয়রা উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করা করেছে বলে জান গেছে। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।
চন্দ্রোঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।
Discussion about this post