নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাষ্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মো. সেলিম ওরফে লম্বা সেলিম (২৭) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার (১অক্টোবর) সকাল ১১টার দিকে উখিয়া কুতুপালং ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প এ অভিযান চালিয়ে থাকে আটক করা হয়। আটক মো. সেলিম একই ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার-১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মো. সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া কুতুপালং মেগা ক্যাম্পের লম্বাশিয়া এলাকায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারীর গুলিতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ নিহত হন।
বৃহস্পতিবার বিকালে উখিয়া কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টয়ে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।
Discussion about this post