ডেস্ক রিপোর্ট :
সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৪ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি ও ঔষধ, পচনশীল ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র ও গার্মেন্টস সামগ্রী বহনকারী যানবাহন।
এর আগে শনিবার (৩ এপ্রিল) ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন জারি করবে সরকার।
Discussion about this post