নিজস্ব প্রতিবেদক :
লোহাগাড়ার চাঞ্চল্যকর জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের মূলহোতা আরেক রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরেফে মাহমুদুল্লাহ কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
ওই তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। মাহমুদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহ আনোয়ার হত্যার মূলহোতা বলে জানিয়েছেন পুলিশ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সোর্স ব্যবহার করে মামলার তদন্তকারী লোহাগাড়া থানার এসআই পার্থ সার্থীর নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করে ৷ পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে আটক আরেক রোহিঙ্গা আনসারের দেওয়া তথ্যে ২৯ জানুয়ারী রাত সাড়ে ১১টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার নিজ খামার থেকে নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Discussion about this post